
বগুড়ায় অপহরণ ও মুক্তিপণ আদায়ের অভিযোগে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) পাঁচ সদস্যকে সাময়িক বরখাস্ত ও গ্রেফতার করা হয়েছে। সোমবার (২৪ মার্চ) বিকালে আরএমপি কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান এ সিদ্ধান্ত নেন। এদিকে, এ ঘটনায় এক ভিকটিমের বাবা ছয় পুলিশ সদস্যসহ সাত জনের বিরুদ্ধে মামলা করছেন।
এ বিষয়ে পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান বলেন, ‘তারা কোনও অভিযানে যায়নি বা কাউকে জানিয়েও… বিস্তারিত