অনলাইন ডেস্ক: বলিউডের অন্যতম সফল অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। ২০০৭ সালে ‘ওম শান্তি ওম’ ছবির হাত ধরে বলিউডে পা রাখেন তিনি। এরপর আর পিছু ফিরে তাকাতে হয়নি বলিউডের ‘মাস্তানি’কে। ১৫ বছরে একের পর এক সুপারহিট ছবি উপহার দিয়েছেন ভক্তদের। অভিনয় করেছেন হলিউডের ছবিতেও।
শুধু তাই নয়, অস্কার অ্যাওয়ার্ডের ৯৫তম আসরে প্রেজেন্টার হিসেবেও উপস্থিত ছিলেন তিনি। তবে এবার অস্কার নিয়ে হতাশা প্রকাশ করেছেন সদ্য মা হওয়া দীপিকা।
প্যারিসে বিলাসবহুল ফরাসি ব্র্যান্ড লুই ভিতোঁর ফ্যাশন শোয়ের প্রস্তুতির সময় ইনস্টাগ্রামে শেয়ার করা একটি ভিডিওতে দীপিকা অস্কারে ভারতীয় সিনেমার যাত্রার কথা তুলে ধরেন এবং দেশের চলচ্চিত্র শিল্পের স্বীকৃতি না পাওয়ায় হতাশা প্রকাশ করেন।
দীপিকা বলেছেন, বহুবার ভারতের অস্কার ছিনিয়ে নেওয়া হয়েছে। অনেক, অনেক যোগ্য চলচ্চিত্র এবং প্রতিভাকে উপেক্ষা করা হয়েছে।
২০২৩ সালে একাডেমি পুরষ্কারে যোগদানের কথা স্মরণ করেন দীপিকা যখন ‘আরআরআর’ নাটু নাটুর জন্য সেরা মৌলিক গান জিতেছিল, এটিকে একটি আবেগঘন মুহূর্ত বলে অভিহিত করেন তিনি।
তিনি আরও বলেন, ‘একজন ভারতীয় হওয়ার বাইরে আমার আসলে ওই সিনেমার সঙ্গে কোনও সম্পর্ক ছিল না। কিন্তু সেটা ছিল বিশাল মুহূর্ত। এটা খুব খুব ব্যক্তিগত মনে হয়েছিল। ’
ভিডিওটিতে সমালোচকদের কাছ থেকে প্রশংসিত ভারতীয় সিনেমার ক্লিপগুলোও ছিল। যার মধ্যে রয়েছে পায়েল কাপাডিয়ার ‘অল উই ইমাজিন অ্যাজ লাইট’, কিরণ রাওয়ের ‘লাপাতা লেডিস’, রাহি অনিল বারভের ‘তুম্বাদ’ এবং রিতেশ বাত্রার ‘দ্য লাঞ্চবক্স’। এই সব সিনেমাগুলো আন্তর্জাতিক স্বীকৃতি পেলেও অস্কার মনোনয়ন নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে।
২০২৩ সালের অস্কারে পুরষ্কার প্রেজেন্টার দীপিকা এই বছরের অনুষ্ঠানে সেরা অভিনেতা বিভাগে দ্য ব্রুটালিস্টের জন্য অভিনেতা অ্যাড্রিয়েন ব্রডির জয়ের প্রশংসাও করেছেন।
৯৭তম একাডেমি পুরস্কারে আনোরা সবচেয়ে বড় বিজয়ী হিসেবে আবির্ভূত হয়েছে, সেরা ছবি, মাইকি ম্যাডিসনের জন্য সেরা অভিনেত্রী এবং শন বেকারের জন্য সেরা পরিচালকসহ পাঁচটি অস্কার জিতেছে।
তথ্যসূত্র: সামাটিভি
The post অস্কার নিয়ে হতাশ দীপিকা appeared first on সোনালী সংবাদ.
ঠিকানা : গুলশান, ঢাকা, বাংলাদেশ || তথ্য, খবর ও বিজ্ঞাপন : +8809611719385 || ইমেইল : songbadpatra24@gmail.com
Visit : songbadpatra.com
All rights reserved © সংবাদপত্র-2024