
স্টাফ রিপোর্টার: জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) রাজশাহী বিভাগীয় কমিটির উদ্যোগে সুবিধাবঞ্চিত পথশিশু ও অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
রাজশাহীর কোর্ট স্টেশন এলাকায় উক্ত ইফতার বিতরণ কর্মসূচি পালিত হয়। এতে উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই এর রাজশাহী জেলা শাখার সভাপতি অ্যাড. তৌফিক আহসান টিটু, প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণ ফোরামের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক প্রকৌ. জুনায়েদ আহমেদ, নারী উদ্যোক্তা মৌসুমী আক্তার ও আসমানী খাতুন। সভাপতিত্ব করেন জেসিআই রাজশাহীর লোকাল প্রেসিডেন্ট ডা. আমানুল্লাহ বিন আখতার আবিদ।
অতিথিরা তাদের বক্তব্যে অসহায় মানুষের সাহায্যার্থে এগিয়ে আসায় জেসিআইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এবং সমাজের বিভিন্ন বৈষম্য ও দারিদ্র্যতা দূরীকরণে আরও বেশি ভূমিকা রাখার আহবান জানান। উল্লেখ্য, জেসিআই রাজশাহীর পক্ষ থেকে এর আগেও ০৪ দিন পথচারী ও যাত্রীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
The post পথশিশুদের মাঝে জেসিআই এর ইফতার বিতরণ appeared first on সোনালী সংবাদ.