
পাবনা প্রতিনিধি: পাবনার ঈশ্বরদী উপজেলার রূপপুরে যুবলীগ কর্মী মানিক হত্যা মামলার প্রধান আসামি হাত কাটা সৌরভ হোসেন ওরফে হাতকাটা টুনটুনিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার সকালে পাবনা শহরের দক্ষিণ রাঘবপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। আসামিরা হলেন, ঈশ্বরদী উপজেলার রূপপুর দিয়ার বাঘইল এলাকার তানজির আহমেদ তুহিনের ছেলে সৌরভ হোসেন ওরফে হাতকাটা টুনটুনি (৩৬) ও মেহেদি হাসান শাওন (২৬) এবং একই এলাকার ফজলুর ছেলে সুইট (২৫)।
ঈশ্বরদী থানার ওসি মো. শহিদুল ইসলাম শহিদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকালে পাবনা শহরের দক্ষিণ রাঘবপুর এলাকা থেকে তিন আসামিকে গ্রেপ্তার করা হয়। গতকাল তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, এর আগে হত্যা মামলায় আরও পাঁচ আসামি গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। তাদের বিরুদ্ধে আগেও হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে।
উল্লেখ্য, গত বছরের ১৮ মার্চ সকালে রূপপুর এলাকার ইউনুস আলীর ছেলে ওয়ালিফ হোসেন মানিক নিজ বাড়ি থেকে পাবনা যাওয়ার পথে মক্কা হোটেলের কাছে পৌঁছালে পূর্ব শত্রুতার জেরে কুখ্যাত সন্ত্রাসী সৌরভ হোসেন (হাতকাটা টুনটুনি)-সহ তার সহযোগীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় নিহত মানিকের বাবা ইউনুস আলী বাদী হয়ে টুনটুনিসহ ১২ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা ৪/৫ জনকে আসামি করে ঈশ্বরদী থানায় মামলা করেন।
The post পাবনায় ‘হাতকাটা টুনটুনি’ গ্রেপ্তার appeared first on সোনালী সংবাদ.