
প্রতি বত্সর দুইটি ঈদ উত্সবে বাংলাদেশের রাজধানী ঢাকা হঠাত্ করিয়াই ফাঁকা হইয়া যায়। সারা বত্সর ২ কোটি ৪০ লক্ষাধিক লোকের চাপে ক্লিষ্ট এই রাজধানীতে বসবাসকারীর মধ্যে এইবার প্রায় পৌনে ২ কোটি মানুষ ঢাকা ত্যাগ করিবেন বলিয়া ধারণা করা হইতেছে। অর্থাত্ প্রায় ৭৩ শতাংশ ঢাকাবাসী এই সময় পরিবার-পরিজনের সঙ্গে ঈদ উদ্যাপন করিতে ‘দেশের বাড়ি’ ফিরিয়া যাইবেন। কয়েক দিন পর রুটি-রুজির তাগিদে আবার তাহারা ঢাকায়… বিস্তারিত