প্রতি ঈদেই ইত্যাদির পাশাপাশি বরেণ্য নির্মাতা হানিফ সংকেত একটি নাটক নির্মাণ করেন। এসব নাটকের গল্পে বৈচিত্র্যের পাশাপাশি থাকে একটি সামাজিক বক্তব্য। এবারও তার ব্যতিক্রম হয়নি। এবারের নাটকের নাম ‘ঘরের কথা ঘরেই থাক’।
সম্প্রতি প্রযোজনা প্রতিষ্ঠান ফাগুন অডিও ভিশনের নিজস্ব শুটিং স্পটে এর দৃশ্য ধারণ সম্পন্ন হয়। নাটকের গল্পে দেখা যাবে, শাহেদ ও সুমী স্বামী-স্ত্রী, তাদের পরিবারে প্রায় প্রতিদিনই দাম্পত্য কলহ লেগেই থাকে। প্রতিদিন তাদের চিৎকার-চেঁচামেচিতে প্রতিবেশীরা অতিষ্ঠ। শাহেদ কিছুটা শান্ত প্রকৃতির। বন্ধু-বান্ধবদের সঙ্গে তিনি এ সমস্যা সমাধানের উপায় নিয়ে আলোচনা করেন। বন্ধুরা তার স্ত্রীর রাগ কমানোর জন্য বিভিন্ন পরামর্শ দেন। কিন্তু বন্ধুদের পরামর্শ অনুযায়ী কাজ করতে গিয়ে সমস্যা আরও বাড়ে। তারপর ঘটনাচক্রে আসে এক মাস্তান। দ্রুত পরিস্থিতি পালটাতে থাকে।
নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, সামিরা খান মাহি, সালাহউদ্দিন লাভলু, আব্দুল্লাহ রানা, সাইদুর রহমান পাভেল, সুভাশিষ ভৌমিক, আঞ্জুমান আরা শিরিন, সুজাত শিমুল, সাদিয়া তানজিন, রত্না, শামীম আহমেদ, নজরুল ইসলামসহ অনেকে।
নাটকের সূচনা সংগীতের কথা লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান। সুর করেছেন হানিফ সংকেত, সংগীতায়োজন করেছেন মেহেদী। এতে কণ্ঠ দিয়েছেন রাজিব। নাটকটি ঈদের দিন রাত ৮টা ৫০ মিনিটে এটিএন বাংলায় প্রচার হবে।
উল্লেখ্য, ঈদের নাটকের ভিড়ে সবাইকে সব চ্যানেলে একাধিকবার দেখা গেলেও ঈদের দিন হানিফ সংকেতের নাটক দেখা যায় শুধু স্যাটেলাইট টিভি চ্যানেল এটিএন বাংলায়। কারণ, প্রতি বছর দুই ঈদে দুটি নাটক নির্মাণ করেন তিনি এবং সেটি দীর্ঘ দেড় দশক ধরে শুধু এ চ্যানেলটিতেই প্রচার হয়ে আসছে।
এটিএন কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদে হানিফ সংকেতের নাটকের প্রতি দর্শকদের আগ্রহ থাকে অন্যরকম। এর কারণ, তার নাটক সবসময়ই পারিবারিক নাটক হয়, যা শিক্ষণীয় এবং বক্তব্যধর্মী। তাই বরাবরের মতো এবারও নাটকটির প্রতি দর্শকের আলাদা নজর থাকবে।
খুলনা গেজেট/এনএম
The post ঈদে হানিফ সংকেতের নতুন নাটক appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.
ঠিকানা : গুলশান, ঢাকা, বাংলাদেশ || তথ্য, খবর ও বিজ্ঞাপন : +8809611719385 || ইমেইল : songbadpatra24@gmail.com
Visit : songbadpatra.com
All rights reserved © সংবাদপত্র-2024