
শ্রীলঙ্কার মিনুওয়াংগোডা থেকে ১০ বাংলাদেশিকে আটক করেছে শ্রীলঙ্কার অভিবাসন ও অভিবাসন বিভাগ (ডিআইই)। অন–অ্যারাইভাল ভিসায় (গন্তব্য দেশে পৌঁছানোর পর ভিসা পাওয়া) তাঁরা শ্রীলঙ্কা যান। কিন্তু মেয়াদ শেষ হওয়ার পরও সেখানে অবস্থান করায় আটক করা হয়েছে। কর্তৃপক্ষ ধারণা করছে, তাঁরা একটি আন্তর্জাতিক পাচার চক্রেরবিস্তারিত