
ময়মনসিংহ জেলার বহুল প্রত্যাশিত বোরর চর বাজার থেকে ময়মনসিংহ-শেরপুর ৪ লেন মহাসড়কের সাইডে মাটি কাটা কাজের ঠিকাদারি নিয়েছে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের একটি গ্রুপ। এ নিয়ে বেশ কিছু সমালোচনা উঠেছে এবং অভিযোগ উঠেছে যে, রাজনৈতিক প্রভাব বিস্তার করে কাজটি ভাগাভাগি করা হয়েছে।
সূত্রে জানা গেছে, ময়মনসিংহ সদর উপজেলার চেয়ারম্যান আবু সাঈদ এর ছোট ভাই, সিরতা ইউনিয়নের আওয়ামী লীগ নেতা কেফায়েত, রাস্তার মাটি কাটার কাজের ঠিকাদারি করছেন। কেফায়েত ইতোমধ্যে এই কাজের জন্য কিছু বিএনপি নেতাদের সহায়তা পেয়েছেন বলে অভিযোগ রয়েছে।
এছাড়া, একাধিক স্থানীয় সূত্র জানিয়েছে, এই প্রজেক্টের কন্ট্রাক্টটি পূর্ববর্তী সময়ে পরানগঞ্জ ইউনিয়নের বীর বওলা গ্রামের বাসিন্দা আজাদ নামে এক ব্যক্তির মাধ্যমে করা হচ্ছে ।
সাবেক এমপি মোহিতুর রহমান শান্তর মামা হিসেবে পরিচিত আজাদ। তাঁরা এই প্রকল্পের মাধ্যমে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে যুক্ত হয়ে কাজে শেয়ার নিয়ে আছেন বলে অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে আরও জানা গেছে, সাবেক চেয়ারম্যান আবু সাঈদের ছোট ভাই কেফায়েত, যিনি বর্তমানে রাস্তার মাটি কাটার কন্ট্রাক্টর হিসেবে কাজ করছেন, তাকে এই প্রকল্পের কাজের দায়িত্ব দেওয়া হয়েছে কথিত বিএনপি নেতাদের মাধ্যমে। অভিযোগ রয়েছে, এই বিষয়ে যথাযথ আইনগত প্রক্রিয়া অনুসরণ না করে রাজনৈতিক প্রভাব খাটানো হয়েছে।
এমন পরিস্থিতিতে স্থানীয় সচেতন মহল এই কাজ নিয়ে নানা উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁরা দাবি করেছেন যে, বিষয়টির প্রতি জরুরি তদন্ত হওয়া উচিত এবং অনিয়ম ও দুর্নীতি রোধের জন্য সরকারকে তৎপর হতে হবে।
এই ধরনের অভিযোগ এবং অনিয়মের বিষয়ে ময়মনসিংহের জনগণ ক্ষোভ প্রকাশ করেছেন এবং দ্রুত তদন্তের দাবি জানিয়েছেন
The post ময়মনসিংহ-শেরপুর ৪ লেন মহাসড়ক: নির্মানে অনিয়মের মধ্যে চলছে মাটি কাটা কাজ appeared first on দৈনিক ময়মনসিংহের খবর.