
পাথরঘাটা ((বরগুনা) প্রতিনিধি:

গভীর বঙ্গোপসাগরে মাছ ধরার সময় জেলেদের জালে ৩৪ কেজির ভোল মাছ ধরা পড়েছে। মাছটি ১২ লাখ ১০ হাজার টাকা মণ দরে ৩৪ কেজি ওজনের ভোলটি বিক্রি হয় ১০ লাখ ২৮ হাজার ৫০০ টাকায়।
মঙ্গলবার (২৫ মার্চ) সকাল ৭টার দিকে পাথরঘাটা বিএফডিসি মৎস্য বাজারে এ ভোলটি বিক্রি করা হয়।
পাথরঘাটার মো. মানিক মিয়ার মালিকানাধীন তন্ময় ট্রলারের মাঝি মো. জামাল হোসেন বলেন, বঙ্গোপসাগরে মাছ ধরার সময় অন্য মাছের সঙ্গে একটি ভোল ধরা পড়ে। পরে পাথরঘাটা বিএফডিসিতে সেটি বিক্রি করা হয়।
তিনি আরও বলেন, বিএফডিসি মৎস্য বাজারে ওই ভোলটি ক্রয় করেন তাহিরা ফিস নামে এক মৎস্য আড়তদার।
জেলেরা জানান, ভোল মাছ খুব একটা পাওয়া যায় না। এই মাছের এতো দাম মূলত এর ওষুধি গুণের কারণে। মাছ ব্যবসায়ীদের কাছ থেকে ওষুধ উৎপাদন সংস্থাগুলো এ মাছ কিনে নেয়। ভোল মাছের বিভিন্ন অঙ্গ দিয়ে ক্যানসারসহ নানান রোগের ওষুধ তৈরি করা হয় বলে আমরা জানতে পেরেছি।
The post পাথরঘাটায় ৩৪ কেজির ভোল মাছ বিক্রি হলো ১০ লাখ ২৮ হাজারে appeared first on Amader Barisal – First online Newspaper of Greater Barisal – Stay with Barisal 24×7.