
নগর প্রতিনিধি:

ছিনতাই মামলায় বরিশাল মহানগর ছাত্রদল নেতা মেহেদী হাসান রুবেলকে জেলহাজতে প্রেরণ করেছেন আদালত। সোমবার (২৫ মার্চ) বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমলী আদালতের বিচারক নুরুল আমিন তাকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন। এ তথ্য নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী আব্দুর রহমান।
বরিশাল নগরীর কাশিপুর এলাকার কলস গ্রামের মৃত আবুল খায়েরের ছেলে মেহেদী হাসান রুবেল বরিশাল মহানগর ছাত্রদলের সহসভাপতি।
বেঞ্চ সহকারী আব্দুর রহমান বলেন, গত ৩০ আগস্ট মামলার বাদী মুবিনুল ইসলামের বাড়িতে হামলা, ভাঙচুর করে নগদ অর্থসহ স্বর্ণালংকার চুরি ও ছিনতাইয়ের অভিযোগ উঠে রুবেলের বিরুদ্ধে। বরিশাল নগরীর কাশিপুরের এ ঘটনায় ওই দিনই বরিশাল নগর পুলিশের বিমানবন্দর থানায় মামলা করেন ভূক্তভোগী। সেই মামলার প্রধান আসামি রুবেল আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার বাদী মুবিনুল ইসলাম বলেন, গত ৩০ অগাস্ট রুবেলসহ কয়েকজন আমার বাসায় এসে হামলা-ভাঙচুর চালিয়ে স্বর্ণ ও নগদ টাকা চুরি ছিনতাই করে নিয়ে যায়। ৫ আগস্টের পর থেকেই এই রুবেল বিএনপির নাম ভাঙিয়ে দখল চাদাঁবাজি করে যাচ্ছে। মেহেদি এরআগেও একাধিকবার মাদকসহ গ্রেপ্তার হয়েছেন।’
The post বরিশাল মহানগর ছাত্রদল নেতা ছিনতাই মামলায় কারাগারে appeared first on Amader Barisal – First online Newspaper of Greater Barisal – Stay with Barisal 24×7.