

বাবুগঞ্জ প্রতিনিধিঃ বাবুগঞ্জে অসুস্থ বিএনপি নেতার পাশে আর্থিক সহায়তার হাত বাড়িয়ে পাশে দাড়িয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির ১নং সহ-সম্পাদক ব্যারিস্টার মনিরুজ্জামান আসাদ। বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়ন বিএনপির যুগ্ম- আহবায়ক মোঃ রিপন হাওলাদার দীর্ঘদিন যাবত জটিল কিডনি রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আছেন। পূর্ব দেহেরগতি গ্রামের রিপন হাওলাদারের দুটি কিডনিই বিকল হতে বসেছে। রিপন হাওলাদার বাংলাদেশ জাতীয়তাবাদের আদর্শে উজ্জীবীত হয়ে আন্দোলন সংগ্রামে বিএনপির রাজনীতির সাথে নিজেকে নিয়োজিত রেখেছেন। তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন, যেন পরিপূর্ণ সুস্থ হয়ে আবার নিজেকে জাতীয়তাবাদের আদর্শে ও বিএনপিররাজনীতিতে নিজেকে নিয়োজিত রাখতে পারেন। ব্যারিস্টার মনিরুজ্জামান আসাদ অসুস্থ রিপন হাওলাদারের পরিবারের খোঁজ খবর নেন এবং চিকিৎসা ব্যয়ে তার পাশে থাকার আশ্বাস ব্যক্ত করেন। এ সময়ে আরো উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা যুবদলের সাবেক সফল বিপ্লবী সভাপতি ও বরিশাল জেলা যুবদলের সহ-সভাপতি মোঃ আওলাদ হোসেন।
The post বাবুগঞ্জে অসুস্থ বিএনপি নেতার পাশে ব্যারিস্টার আসাদ appeared first on Amader Barisal – First online Newspaper of Greater Barisal – Stay with Barisal 24×7.