
ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় সরকারি কর্মকর্তা, সাংবাদিক নেতৃবৃন্দ, রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধি ও সূধী সমাজের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ মার্চ) ফুলবাড়ীয়া থানা পুলিশ প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে উপজেলা নির্বাহী অফিসার ও ফুলবাড়ীয়া প্রেস ক্লাবের সভাপতি মোঃ আরিফুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মেহেরুন্নাহার, ময়মনসিংহ আঞ্চলিক তথ্য অফিসের প্রধান তথ্য অফিসার মনিরুজ্জামান, প্রেস ক্লাবের সহ-সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক আব্দুল হালিম সহ সূধী সমাজের লোকজন অংশগ্রহণ করেন।
উক্ত ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন থানা অফিসার ইনচার্জ রুকনুজ্জামান। ইফতার ও দোয়া মাহফিলে থানায় কর্মরত অফিসারবৃন্দ সার্বিক সহযোগিতা করেন। ইফতারের পূর্বে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন থানা জামে মসজিদের ঈমাম মাওলানা মোঃ এমদাদুল হক।
The post ফুলবাড়ীয়া থানা পুলিশ প্রশাসনের উদ্যোগে ইফতার ও দোয়া appeared first on দৈনিক ময়মনসিংহের খবর.