প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২, ২০২৫, ১০:৩৫ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৫, ২০২৫, ১১:৩৫ পি.এম
বিরামপুরে ৪০০ কৃষকের মাঝে কৃষি প্রণোদনা প্রদান
ইব্রাহীম মিঞা, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বিরামপুরে আউশধান ও গ্রীষ্মকালীন মুগডাল আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৪০০ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওন।
সোমবার (২৪ মার্চ) দুপুর সাড়ে ১২ টায় উপজেলা কৃষি অফিসারের কার্যালয় চত্বরে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ৪ শত কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।২০২৪-২৫ অর্থবছরে খরিপ-১ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় আউশধান ও গ্রীষ্মকালীন মুগডাল আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য এসমস্ত বীজ ও রাসায়নিক সার বিনামূল্যে বিতরণ করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন বিরামপুর উপজেলা কৃষি কর্মকর্তা কমল কৃষ্ণ রায়, অতিরিক্ত কৃষি কর্মকর্তা জাহিদুল ইসলাম ইলিয়াস, উপজেলার বিভিন্ন ইউনিয়নের সহকারী উপ কৃষি কর্মকর্তা, উপকারভোগী কৃষক কৃষাণিসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক সাংবাদিকবৃন্দ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রত্যেক কৃষকের মাঝে আউশ ধানের বীজ ব্রি ৯৮ ও ব্রি ৪৮ ধানের বীজ ৫ কেজি,MOP সার ১০ কেজি DAP সার ১০ কেজি করে দেওয়া হয়। এছাড়াও উপজেলায় গ্রীষ্মকালীন মুগডাল প্রতি বিঘার জন্য ৫ কেজি মুগ ডাল বীজ,MOP সার ১০ কেজি DAP সার ১০ কেজি করে ২০ জন কৃষককে দেওয়া হয়।
ঠিকানা : গুলশান, ঢাকা, বাংলাদেশ || তথ্য, খবর ও বিজ্ঞাপন : +8809611719385 || ইমেইল : songbadpatra24@gmail.com
Visit : songbadpatra.com
All rights reserved © সংবাদপত্র-2024