
ইফতারি নেওয়া ব্যক্তিদের মধ্যে গাড়িচালক, শ্রমিক ও পথচারীর সংখ্যাই বেশি। যাঁরা এ সময় রাস্তায় থাকেন, তাঁদের ইফতার করা নিয়ে বেশ ঝামেলায় পড়তে হয়। ওই এলাকায় দোকানপাট কম থাকায় নানা জায়গায় ইফতারি খোঁজেন পথচারী থেকে শুরু করে ভাসমান মানুষ। বিষয়টি বিবেচনায় নিয়ে মুরারিচাঁদ কলেজ বন্ধুসভা এ কার্যক্রম করে।