
খেলা শেষে সংবাদমাধ্যমের ভিড় ছিল মিক্সড জোনে। বাংলাদেশের গাড়ি অপেক্ষায় রয়েছে প্লেয়ারদের তুলে নেবে। বাস ঘিরে কড়া নিরাপত্তা। কাউকে মুভ করতে দিচ্ছে না। মিক্সড জোনে খেলোয়াড়দের সঙ্গে কথা বলা যায়। যদি তারা শোনেন। সবার আগ্রহ হামজা চৌধুরীর দিকে। কখন আসবেন সেই অপেক্ষায়।
অধিনায়ক জামাল ভূইয়াকে মাঠে নামাননি কোচ হ্যাভিয়ের কাবরেরা। স্ট্যান্ডবাই ফুটবলার পাঁচটা পরিবর্তন করেন কোচ। সেখানেও জামাল ছিলেন না। মিক্সড… বিস্তারিত