
অনলাইন ডেস্ক : জেলার বাঘাইছড়ি উপজেলার ৩৬ নম্বর সাজেক ইউনিয়নে কংলাক পাহাড়ে জুম পোড়াতে গিয়ে আগুনে দগ্ধ হয়ে এক জন মারা গেছে।
আজ মঙ্গলবার সাজেক ইউনিয়নের কংলাক পাড়া এলাকায় নিজের জুম পুড়ানোর জন্য আগুন দিতে গিয়ে তাঁর মৃত্যু হয় বলে বাসসকে নিশ্চিত করেছেন সাজেক কটেজ ও রিসোর্ট মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক রাহুল চাকমা(জন)।
মৃত ব্যক্তির নাম টয়েন ত্রিপুরা (৪০)। সে কংলাক পাড়া এলাকার অমিত্য কুমার ত্রিপুরার ছেলে।
সাজেক কটেজ ও রিসোর্ট মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক রাহুল চাকমা (জন) বাসসকে জানান, মঙ্গলবার সন্ধ্যার আগে কংলাক পাড়া এলাকায় পাহাড়ে জুম পোড়ানোর সময় আগুন দিলে হঠাৎ আগুন চারিদিকে ছড়িয়ে পড়লে সে আগুনের মাঝখানে আটকে পড়ে দগ্ধ হয়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এ বিষয়ে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরীন আক্তার বাসসকে বলেন, সাজেকে পাহাড়ে জুম পোড়ানোর সময় আগুনে দগ্ধ হয়ে এক জনের মৃত্যু হয়েছে।
সূত্র: বাসস
The post সাজেকে কংলাক পাহাড়ে জুমে আগুন দিতে গিয়ে একজনের মৃত্যু appeared first on সোনালী সংবাদ.