
অনলাইন ডেস্ক : পার্বত্য চট্টগ্রামের তিন জেলায় পবিত্র ঈদ এবং রমজান উপলক্ষে অনুদান বরাদ্দ দিলেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা রাষ্ট্রদূত (অব.) সুপ্রদীপ চাকমা।
পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের অনুকূলে বরাদ্দকৃত খাত থেকে খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবান জেলা প্রশাসক বরাবর ১২ লক্ষ টাকা এবং পার্বত্য তিন জেলা পরিষদ চেয়ারম্যানদের অনুকূলে ৪৫০ মেট্রিক টন চাল অনুদান মঞ্জুরী দেওয়া হয়।
মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ২৫ মার্চ জারিকৃত মঞ্জুরীপত্রে তিন পার্বত্য জেলার ইসলাম ধর্মাবলম্বীদের ‘ঈদ-উল-ফিতর এবং মাহে রমজান’ উপলক্ষে খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবান জেলা প্রশাসকদের অনুকূলে ১২ লক্ষ টাকা এবং গত ১৭ মার্চ জারিকৃত মঞ্জুরী আদেশে বিভিন্ন মসজিদে অনুদান হিসেবে বিশেষ প্রকল্প কর্মসূচির আওতায় ২০২৪-২০২৫ অর্থবছরে খাদ্যশস্য হিসাবে ৪৫০ মেট্রিক টন চাল বরাদ্দ দেয়া হয়।
সূত্র: বাসস
The post পবিত্র ঈদ ও রমজান উপলক্ষে পার্বত্য তিন জেলায় অনুদান বরাদ্দ appeared first on সোনালী সংবাদ.