
প্রথম পর্বে ৬৮টি শিশু, ২০ জন অসচ্ছল মানুষসহ মোট ৮৮ জনকে ঈদ উপহার ও খাদ্যসামগ্রী দেওয়া হয়। সাধারণ সম্পাদক আইরিন সুলতানার সঞ্চালনায় বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন উপদেষ্টা আবদুর রাজ্জাক, সাবেক সভাপতি প্রান্ত বড়ুয়া, সহসভাপতি শচীন দে ও সাংগঠনিক সম্পাদক মোকাররম রিজুয়ান।