
যশোরে বিজয় স্তম্ভে শ্রদ্ধা নিবেদনসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে মহান স্বাধীনতা দিবস। দিবসটি উপলক্ষ্যে বুধবার (২৬ মার্চ) সকাল ৮টায় শহরের মণিহার বাসস্ট্যান্ড সংলগ্ন বিজয় স্তম্ভে শহীদদের প্রতি পুষ্পমাল্য অর্পণ করা হয়।
প্রথমে জেলা প্রশাসনের পক্ষে ফুলেল শ্রদ্ধা জানান জেলা প্রশাসক আজাহারুল ইসলাম, এরপর পুলিশ প্রশাসনের পক্ষে শ্রদ্ধা জানান পুলিশ সুপার রওনক জাহান, জেলা বিএনপি পক্ষে কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম, ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, জেলা সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এরপর একে এক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ শ্রদ্ধা নিবেদন করেন।
খুলনা গেজেট/এএজে
The post যশোরে স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.