
বাঙালির গৌরবদীপ্ত স্বাধীনতার দিন আজ। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। প্রতিবছর বিনম্র শ্রদ্ধা ও গভীর কৃতজ্ঞতায় দিনটি পালন করে জাতি। এরই ধারাবাহিকতায় ২৬ মার্চ বুধবার শেরপুর নালিতাবাড়ী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। দিবসটির প্রথম প্রহরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের সূচনা করা হয়।
পরে সূর্যোদয়ের সাথে সাথে নালিতাবাড়ী স্থানীয় শহীদ মিনারে স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেন, উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার ববি, নালিতাবাড়ী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা , নালিতাবাড়ী উপজেলা বিএনপি,শহর বিএনপি,সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন।
উপজেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন, সেচ্ছাসেবী সংগঠন, সচেতন নাগরিক কমিটি (সনাক) নালিতাবাড়ী, সহ সরকারি, বেসরকারি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সমূহ ও সর্বস্তরের জনগণ পুষ্পস্তবক অর্পণ করেন। পরে মহান স্বাধীনতা যুদ্ধে আত্মদানকারী বীর শহীদদের স্মরণে শহীদ মিনার মঞ্চে শহীদদের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করা।
এছাড়াও দিবসটি উপলক্ষে সকাল ৮টায় পতাকা উত্তোলন জাতীয় সংগীত পরিবেশন, শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে সমাবেশ ও কুচকাওয়াজ, ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনাসহ জাতির শান্তি, সমৃদ্ধি, দেশের উন্নয়ন ও অগ্রগতি কামনা করা হয়। দিবসটি উপলক্ষে উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে রচনা ও আবৃত্তি প্রতিযোগিতা আয়োজন, স্বাধীনতা ও জাতীয় দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
The post নালিতাবাড়ীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত appeared first on দৈনিক ময়মনসিংহের খবর.