
বীর মুক্তিযোদ্ধা মো. রফিকুল হক এভাবেই সিলেট বন্ধুসভার বন্ধুদের কাছে স্বাধীনতার গল্প বলে যান। ‘মুক্তিযুদ্ধের গল্প শুনি’ শিরোনামে প্রতিবছর সিলেট বন্ধুসভা আয়োজন করে সিলেটের বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে একটি ভিডিও প্রতিবেদন, যেখানে মুক্তিযোদ্ধাদের বীরত্বের গাথা, মুক্তিযুদ্ধের সময়কাল পরিস্থিতি, যুদ্ধকালীন সময়ে প্রতিকূল পরিবেশে কীভাবে নিজেদের খাপ খাইয়ে দেশকে স্বাধীন করেছেন, সেসব গল্প। প্রতিবেদনের উদ্দেশ্য নতুন প্রজন্ম যাতে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে পারে। এ বছরের প্রতিবেদনে থাকছে মুক্তিযোদ্ধা মো. রফিকুল হকের গল্প।