খুলনায় দুর্বৃত্তের গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে মো. কামাল নামে এক যুবক গুরুতর আহত হয়েছে। বুধবার (২৬ মার্চ) নগরীর পশ্চিম টুটপাড়া এলাকার কবি নজরুল ইসলাম সড়কের জুলহাসের চায়ের দোকানের সামনে ঘটনাটি ঘটে। আহত যুবককে উদ্ধার করে স্থানীয়রা চিকিৎকার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
আহত যুবক খুলনা সদর থানাধীন মুক্তা কমিশনার কার্লভার্ট এলাকার মো. আব্দুল মালেকের ছেলে।
স্থানীরা জানায়, ইফতারীর পর পর আহত যুবক কামাল পশ্চিম টুটপাড়া এলাকার কবি নজরুল ইসলাম সড়কের জুলহাসের চায়ের দোকানে আসে। এর কিছুক্ষণ পর ৬/৭ মোটরসাইকেলে কয়েকজন যুবক তাকে দোকান থেকে বের করে এলোপাতাড়ি কোপাতে থাকে। যাওয়ার আগ মুহুর্তে তাকে হত্যার উদ্দেশ্যে পর পর দু’টি গুলি নিক্ষেপ করে। তাদের দু’টি গুলি কামালের নিতম্বে বিদ্ধ হয়। স্থানীয়রা বিষয়টি আচ করে তাদের ধাওয়া দিলে দুর্বৃত্তরা মোটরসাইকেল যোগে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
খুলনা থানার অফিসার ইনচার্জ হাওলাদার সানোয়ার হোসেন মাসুম বলেন, হতাহতের সংবাদ শুনে ঘটনাস্থল পরিদর্শন যায়। দুর্বৃত্তরা কামালের ডান এবং বাম পায়ের তিনটি স্থানে, ডান হাতের কব্জিতে ও মাথার পেছনে ধারালো অস্ত্রদিয়ে আঘাত করে। ডান ও বাম পায়ের উরুতে দু’টি গুলি করে। ঘটনাস্থল থেকে গুলির খোসা উদ্ধার করা হয়েছে। আহত কামাল মাদক মামলার আসামি। তার বিভিন্ন অপরাধীদের সাথে যোগাযোগ রয়েছে। ঘটনা যারা ঘটিয়েছে তাদের গ্রেপ্তারে অভিযান পরিচালনা করা হচ্ছে বলে তিনি এ প্রতিবেদককে জানান।
খুলনা গেজেট/এএজে
The post নগরীতে দুর্বৃত্তের গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে যুবক আহত appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.
ঠিকানা : গুলশান, ঢাকা, বাংলাদেশ || তথ্য, খবর ও বিজ্ঞাপন : +8809611719385 || ইমেইল : songbadpatra24@gmail.com
Visit : songbadpatra.com
All rights reserved © সংবাদপত্র-2024