
আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার মৃত্যুর ঘটনা এখন নতুন এক দৃষ্টিকোণ থেকে বিচারাধীন। তার মৃত্যুর পেছনে ‘অবহেলা’র অভিযোগে চলমান বিচারপ্রক্রিয়ায় এক নতুন দিক প্রকাশিত হয়েছে, যেখানে গতকাল মঙ্গলবার সাবেক নিরাপত্তাকর্মী জুলিও সিজার কোরিয়াকে গ্রেপ্তার করা হয়েছে।
ম্যারাডোনার মৃত্যুর ঘটনায় আর্জেন্টিনার বুয়েন্স আয়ার্সের সান ইসিদ্রোর তৃতীয় অপরাধ আদালতে চলছে মামলা। যেখানে প্রসিকিউটর প্যাট্রিসিও ফেরারি অভিযোগ করেছেন, জুলিও সিজার মিথ্যা স্বাক্ষ্য দিয়েছেন এবং তার তথ্যে গড়মিল রয়েছে।
এই অভিযোগের ভিত্তিতে আদালত জুলিও সিজারকে হ্যান্ডকাপ পরিয়ে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে। এখন তাকে মিথ্যা স্বাক্ষ্য দেয়ার অভিযোগে বিচারের মুখোমুখি করা হবে এবং অপরাধ প্রমাণিত হলে তাকে ৫ বছরের কারাদণ্ড হতে পারে।
ম্যারাডোনার পরিবারের আইনজীবীরা জানান, ম্যারাডোনার মৃত্যুর পর লিওপোল্ডো লুক এবং জুলিও সিজার কোরিয়ার মধ্যে কথোপকথনের কিছু প্রমাণ তারা পেয়েছেন, যা সাবেক নিরাপত্তাকর্মীকে মিথ্যাবাদী হিসেবে চিহ্নিত করে তার বিরুদ্ধে গ্রেপ্তারি আবেদন করায় ভূমিকা রেখেছে।
ম্যারাডোনা ২০২০ সালের ২৫ নভেম্বর ৬০ বছর বয়সে মারা যান। মৃত্যুর পর তার চিকিৎসকদের বিরুদ্ধে অবহেলার অভিযোগ ওঠে, যার মধ্যে আটজন চিকিৎসক ছিলেন। তারা নিজেদের নির্দোষ দাবি করলেও, প্রসিকিউটররা ম্যারাডোনার মৃত্যুতে চিকিৎসায় গাফিলতি এবং অবহেলা ছিল বলে উল্লেখ করেছেন।
এখনও পর্যন্ত বিচারপ্রক্রিয়া চলমান রয়েছে এবং বিশ্বজুড়ে ম্যারাডোনার মৃত্যুর পেছনে ‘অবহেলা’র বিষয়টি একটি বড় আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে।
খুলনা গেজেট/ টিএ
The post ম্যারাডোনার মৃত্যুর বিচারে নতুন মোড়, সাবেক নিরাপত্তারক্ষী গ্রেপ্তার appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.