
যথাযোগ্য মর্যাদায় দিনব্যাপী বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে ময়মনসিংহ জেলা পুলিশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৫ উদযাপন করেছেন।
আজ ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। ময়মনসিংহ জেলার মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের শুভসূচনা হয়। পরবর্তীতে ময়মনসিংহ জেলার পুলিশ সুপার কাজী আখতার উল আলম এঁর নেতৃত্বে স্মৃতিসৌধে জেলা পুলিশের পক্ষ থেকে সকল বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ মুক্তিযোদ্ধার প্রতি শ্রদ্ধা নিবেদন ও পুষ্পস্তবক অর্পণ করা হয়।
স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ শেষে সম্মানিত পুলিশ সুপার মহোদয় সকাল ৮:০০ ঘটিকায় সার্কিট হাউজ মাঠে জাতীয় পতাকা উত্তোলন এবং সম্মিলিত কুচকাওয়াজ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
কুচকাওয়াজ শেষে সম্মানিত পুলিশ সুপার মহোদয় সকাল ১১:০০ ঘটিকায় টাউন হলে অবস্থিত অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে আয়োজিত স্বাধীনতা দিবসের প্রেক্ষাপটে স্বাধীনতার ইতিহাস ভিত্তিক আলোচনা সভা এবং শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য ও বীর মুক্তিযোদ্ধাগণের সম্মানে সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে স্বাধীনতা দিবসের সংগ্রাম, ত্যাগ, গৌরব ও তাৎপর্য ব্যাখ্যা করে বক্তব্য প্রদান করেন।
দিনব্যাপী অনাড়ম্বর অথচ তাৎপর্যপূর্ণ বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে ময়মনসিংহ জেলা পুলিশ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৫ উদযাপন করে।
The post ময়মনসিংহ জেলা পুলিশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৫ উদযাপন appeared first on দৈনিক ময়মনসিংহের খবর.