এ বছর জাতীয় পর্ষদের উপদেষ্টা, সদস্য ও শুভানুধ্যায়ীদের অনুদানে গত রোববার প্রথম ধাপে রাজধানীর কালশীর বাউনিয়া বাঁধ সি ব্লকের আরবান স্কুলের মাঠে দেড় শতাধিক শিশুকে নতুন পোশাক ও তাদের পরিবারকে ঈদের খাদ্যসামগ্রী উপহার দেওয়া হয়েছে। এ সময় শিশু ও অভিভাবকদের উদ্দেশে জাতীয় পর্ষদের সভাপতি জাফর সাদিক বলেন, ‘কয়েক বছর ধরেই রমজানে আপনাদের জন্য ঈদ উপহার নিয়ে এখানে আসি। বন্ধুসভায় আমরা স্বেচ্ছাশ্রমে মনের আনন্দে কাজ করি, আপনাদের সঙ্গে ঈদের খুশি ভাগ করে নিই। আমাদের মতো সারা দেশের ১৪৪টি বন্ধুসভার সদস্যরাও অসংখ্য মানুষের মধ্যে ঈদের আনন্দ ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। নিজেদের ঈদ খরচের টাকা বাঁচিয়ে আপনাদের জন্য উপহার দিই আমরা। আপনাদের আনন্দেই তো আমাদের ঈদ!’
ঠিকানা : গুলশান, ঢাকা, বাংলাদেশ || তথ্য, খবর ও বিজ্ঞাপন : +8809611719385 || ইমেইল : songbadpatra24@gmail.com
Visit : songbadpatra.com
All rights reserved © সংবাদপত্র-2024