অনলাইন ডেস্ক : পতৌদি পরিবারের নবাব ও বলিউড অভিনেতা সাইফ আলি খানের ওপর হামলার পর থেকে আরও একটি বিষয় নিয়ে ভক্ত-অনুরাগীদের মাঝে চলছে বেশ আলোচনা-সমালোচনা। অভিনেত্রী কারিনা কাপুরের সঙ্গে নাকি খানিক সম্পর্কের অবনতি হয়েছে তার? এমনকি ডিভোর্স নিয়েও চলছে গুঞ্জন। আর এ জল্পনার মাঝেই সাইফ আলি খানের একটি পুরোনো ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। যেখানে ডিভোর্সকে ‘খরচ সাপেক্ষ’ বলে উল্লেখ করেছেন নবাব।
নব্বইয়ের দশকে অভিনেত্রী অমৃতা সিংকে বিয়ে করেছিলেন সাইফ আলি খান। ১৩ বছর এক ছাদের নিচে থাকার পর বিচ্ছেদের পথে হাঁটেন তারা। দুই সন্তান সারা আলি খান ও ইব্রাহিম আলি খানকে নিয়ে আলাদা থাকতে শুরু করেন অমৃতা।
সেই সময়টা খুব কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে অভিনেতাকে। অমৃতার সঙ্গে বিয়ে ভাঙার পর সাইফকে অনেক টাকা দিতে হয়েছিল বলেও জানান তিনি। অভিনেতা বলেন, প্রাথমিকভাবেই আড়াই কোটি টাকা অমৃতার হাতে তুলে দিতে হয়েছিল তাকে। তারপর প্রতি মাসে প্রায় এক লাখ টাকা করে দিতে হতো। সারা ও ইব্রাহিমের বড় হওয়া পর্যন্ত এই টাকা দেওয়ার চুক্তি হয়েছিল তাদের।
সাইফ বলেন, আমি সেই সময়টা আর কল্পনাও করতে চাই না। তবে এটাও ঠিক একটা সময় এতটাই তিক্ততা তৈরি হয় যে মানুষ নিজেকে কোনো সম্পর্কে সেভাবে আবদ্ধ রাখতে চান না। তিনি বলেন, সে কারণেই সামর্থ্য না থাকলেও হয়তো ডিভোর্সের দিকে এগোতে হয়। এর জন্য অনেক টাকাও খরচ হয়, যা সত্যিই কল্পনার বাইরে। তবু একটা সময় পর সব কিছু মানিয়ে নিতে হয়।
The post আমি সেই সময়টা আর কল্পনাও করতে চাই না: সাইফ appeared first on সোনালী সংবাদ.
ঠিকানা : গুলশান, ঢাকা, বাংলাদেশ || তথ্য, খবর ও বিজ্ঞাপন : +8809611719385 || ইমেইল : songbadpatra24@gmail.com
Visit : songbadpatra.com
All rights reserved © সংবাদপত্র-2024