
ভারতের বিপক্ষে ম্যাচ খেলে ঘুমাতে রাত হয়ে গিয়েছিল। ফুটবলারদের অনেকেই গতকাল রোজা রেখেছিলেন। সাত সকালে শিলংয়ে ভিভান্তা হোটেল ছাড়তে হবে। সকাল ৭টায় সবাইকে লবিতে আসতে বলা হয়েছে। ঘুম ঘুম চোখে সবাই হাজির। বাইরে গাড়ি অপেক্ষা করছে। পুলিশ পাহারায় খেলোয়াড়দেরকে শিলংয়ে বিমানবন্দরে পৌঁছে দেওয়া হবে। ৩ ঘণ্টার পথ, যেতে সময় লাগবে। তাড়াহুড়া চলছিল। লাগেজ নামাচ্ছেন টিম বয় মহসিন।
অন্যদিকে ঢাকা থেকে আসা… বিস্তারিত