
ট্রাম্প ইন্টারন্যাশনাল হোটেলে ত্রুটিযুক্ত ঘূর্ণায়মান দরজার (রিভলভিং ডোর) আঘাতে মারা যান ৭৮ বছর বয়সী ডায়ানা ট্রুশ্চকে। দুর্ঘটনার জন্য ওই নারীর ছেলে জন ট্রুশ্চকে হোটেল কর্তৃপক্ষের বিরুদ্ধে অবহেলাজনিত মৃত্যুর অভিযোগে মামলা দায়ের করেছেন। মার্কিন সংবাদমাধ্যম এনবিসি এ খবর জানিয়েছে।
মার্চের ১৮ তারিখ দায়ের করা মামলার অভিযোগপত্রে বলা হয়, হোটেল থেকে বের হওয়ার সময় ঘূর্ণায়মান দরজাটি ডায়ানাকে পেছন থেকে… বিস্তারিত