
গেল ১৭ মার্চ হামজা চৌধুরীর আগমন উপলক্ষে বিপুল উন্মাদনা তৈরি হয়েছিল দেশের ফুটবলে। উৎসবমুখর সেই আমেজের ইতি ঘটলো আজ। ইংল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন হামজা। যাওয়ার আগে সবাইকে ধন্যবাদ জানিয়ে গেছেন এই প্রবাসী ফুটবলার।
gnews দৈনিক ইত্তেফাকের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
মঙ্গলবার (২৫ মার্চ) রাতে ভারতের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ খেলে গতকাল সকালেই শিলং থেকে গুয়াহাটি-কলকাতা হয়ে ঢাকার বিমানে চড়ে বাংলাদেশ দল। পরে বিকালে ঢাকা এ সময় দলের সঙ্গে ফিরেছেন হামজা চৌধুরীও। যদিও শুধু এক রাতের জন্য। আজ তিনি ইংল্যান্ডের শেফিল্ড ইউনাইটেডে যোগ দিতে ঢাকা ছেড়েছেন। আর বাকিরা যে যার যার ক্লাবে যোগ দিবেন অথবা চলে যাবেন ঈদের ছুটি কাটাতে বাড়িতে।
বৃহস্পতিবার (২৭ মার্চ) সকালে ইংল্যান্ডের উদ্দেশে রওনা হন, তবে তার আগে এত উষ্ণ অভ্যর্থনার জন্য ভক্ত এবং অন্য সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) অফিসিয়াল ফেসবুক পেজে পোস্ট করা একটি ভিডিওতে হামজাকে বলেন, ‘এটা আমার কাছে কতটা গুরুত্বপূর্ণ তা আমি বোঝাতে পারবো না। ধন্যবাদ, ইনশাআল্লাহ, আমি জুনে ফিরে আসব। আমার সুস্থতার জন্য দোয়া করবেন।’
এরই মধ্য দিয়ে হামজার ১০ দিনের বাংলাদেশ সফর শেষ হলো। পরবর্তীতে আগামী ১০ জুন সিংগাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের হোম ম্যাচ খেলতে আসবেন এই তারকা ফুটবলার।
আগামী ২৮ মার্চ দিবাগত রাত ২টায় কভেন্ট্রির বিপক্ষে ম্যাচ আছে হামজা চৌধুরীর দল শেফিল্ড ইউনাইটেডের। প্রিমিয়ার ডিভিশনে পয়েন্ট টেবিলে দুইয়ে আছে শেফিল্ড। পয়েন্ট শীর্ষে থাকা লিডস ইউনাইটেডের সমান হলেও গোল ব্যবধানে পিছিয়ে আছে শেফিল্ড। টেবিলে পাঁচে থাকা কভেন্ট্রির বিপক্ষে ম্যাচটি মিস করতে চাইবেন না তিনি। তাই তার তড়িঘড়ি করে ফিরতে হচ্ছে ক্লাবে যোগ দিতে।
The post ‘ইনশাআল্লাহ জুনে ফিরছি’—বলে চলে গেলেন হামজা appeared first on Bangladesher Khela.