
আগামী ১১ এপ্রিল খুলনাসহ ৪ জেলা শহরে স্বাধীনতা কনসার্ট করবে ‘সবার আগে বাংলাদেশ’। বৃহস্পতিবার রাজধানীর গুলশানে সংগঠনটির পক্ষ থেকে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।
বিএনপির যুগ্ম মহাসচিব এবং সংগঠনের সভাপতি শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি জানান, মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে এই কনসার্ট আয়োজন করা হচ্ছে।
দেশের ৪টি মহানগর খুলনা, ঢাকা, চট্টগ্রাম, এবং বগুড়ায় একই দিনে বিকেল ৩টা থেকে শুরু হবে কনসার্ট।
রমজানের কারণে ঈদের পরে কনসার্ট অনুষ্ঠিত হবে উল্লেখ করে শহীদ উদ্দিন চৌধুরী জানান, ‘দেশব্যাপী এ আয়োজনের মূল লক্ষ্য দেশের কৃষ্টি ও সংস্কৃতিতে ভারতীয় এবং পাকিস্তানি সংগীতের আগ্রাসন রুখে দিয়ে দেশীয় সংস্কৃতি তুলে ধরা।’
ঢাকার কনসার্টটি আয়োজন করা হবে মানিক মিয়া অ্যাভিনিউতে।
খুলনা গেজেট/ টিএ
The post খুলনাসহ ৪ জেলায় বিএনপির স্বাধীনতা কনসার্ট এপ্রিলে appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.