

বাবুগঞ্জ প্রতিনিধিঃ ঈদকে সামনে রেখে বাড়তি নিরাপত্তা জোরদার করতে এয়ারপোর্ট থানা পুলিশের বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল থানা থেকে নথুল্লাবাদ টু রায়পাশা কড়াপুর টু মাধবপাশা টু রহমতপুর হয়ে থানায় সমাপ্ত হবে। এতে পুলিশের বিপুল সংখ্যক সদস্য অংশগ্রহণ করেন। আসন্ন ঈদ উপলক্ষে এয়ারপোর্ট থানায় সর্বত্র বাড়তি নিরাপত্তা জোরদার ও পুলিশের টহল বাড়ানোসহ মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, কিশোর অপরাধ, জঙ্গীবাদ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে থানা পুলিশের এই মোটর সাইকেল শোডাউন। এয়ারপোর্ট থানার ওসি মোঃ জাকির সিকদার বলেন, ঈদকে সামনে রেখে যাতে এয়ারপোর্ট থানা এলাকায় কোন প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই কারণে পুলিশের বিশেষ মহড়া দেওয়া হচ্ছে। এতে করে মানুষের জানমালের নিরাপত্তা থাকবে এবং মানুষ নির্বিঘ্নে চলাচল করতে পারবে।
The post ঈদকে সামনে রেখে এয়ারপোর্ট থানা পুলিশের বিশেষ নিরাপত্তা মহড়া appeared first on Amader Barisal – First online Newspaper of Greater Barisal – Stay with Barisal 24×7.