
নগর প্রতিনিধি:

বরিশালে ডাকাতদের ছবি তোলায় সাংবাদিকের মোটরসাইকেল ভাঙচুর করে পুড়িয়ে দিয়েছে বরিশাল জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সোহেল রাড়িসহ তার অনুসারীরা।
বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুরে বরিশাল নগরীর কোর্ট কম্পাউন্ডে এ ঘটনা ঘটেছে।
তখন খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত হয়। তখন পালিয়ে যায় সোহেল রাড়িসহ ছাত্রদল নেতা আলমাস, ইমরানসহ ১০-১৫ জন নেতা-কর্মী।
এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি তুলেছেন বরিশালের গণমাধ্যমকর্মীরা। পেশাগত কাজে গিয়ে এ ধরনের হামলার ঘটনা গণমাধ্যমের জন্য অশনি সংকেত বলে মনে করছে নগরীর সচেতন নাগরিকরা।
এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বরিশাল নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিন।
ভুক্তভোগী সাংবাদিক এন আমিন রাসেল বরিশাল নগরীর একটি স্থানীয় গণমাধ্যমের ফটো সাংবাদিক হিসেবে কর্মরত।
একাধিক প্রত্যক্ষদর্শী বলেন, বৃহস্পতিবার দুপুরে কোর্ট কম্পাউন্ডে ডাকাতি মামলার আসামিদের ছবি ধারণ করেন সাংবাদিক এন আমিন। এ সময় কয়েকজন যুবক উত্তেজিত হয়ে ফটো সাংবাদিক এন আমিন রাসেলের মোটরসাইকেলটি পুড়িয়ে দেয়।
ভুক্তভোগী সাংবাদিক আমিন রাসেল বলেন, কয়েক দিন আগে বরিশালের বাবুগঞ্জের পাঁচ ডাকাতকে গ্রেফতার করেছিল পুলিশ। আজ বৃহস্পতিবার সেই ডাকাতি মামলার আসামিদের কারাগার থেকে বরিশাল আদালতে হাজিরা দিতে নিয়ে আসে পুলিশ।
তখন ওই আসামিদের ছবি ধারণ করতে গেলে প্রথমে বাঁধা দেয় বরিশাল জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সোহেল রাড়ি।
এরপর ছবি তুলতে থাকার অপরাধে সোহেল রাড়ি, আলমাস, ইমরানসহ ১০-১৫ জন ছাত্রদল নেতাকর্মী আমার মোটরসাইকেল পুড়িয়ে দেয়।
এ বিষয়ে কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, খবর শুনে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। এ ঘটনায় আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
এদিকে এ ঘটনা গণমাধ্যমের জন্য হুমকি স্বরূপ বলে মনে করেন বরিশাল মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিন। তিনি এক বিবৃতিতে এ ঘটনার নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেফতার শেষে বিচারের দাবি জানান।
The post বরিশালে ডাকাতের ছবি তোলায় ছাত্রদল নেতার নেতৃত্বে পোড়ানো হলো সাংবাদিকের মোটরসাইকেল appeared first on Amader Barisal – First online Newspaper of Greater Barisal – Stay with Barisal 24×7.