
শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে ভৈরব বন্ধুসভার বন্ধুরা ২৬ মার্চের প্রথম প্রহরে একত্র হন ভৈরব দুর্জয় চত্বরে। যাঁদের রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীন বাংলাদেশ, সেসব শহীদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণের মাধ্যমে জাতির এই মহান সূর্যসন্তানদের স্মরণ করা হয়। বন্ধুসভার বন্ধুরা শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন।