আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) কেন্দ্রীয় কমিটির সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনার বলেছেন, সম্প্রতি সেনাবাহিনী কেন্দ্রিক যে বিতর্ক সৃষ্টি হয়েছে, সেটিকে ডায়ালগ হিসেবে মানা যায় না। এটি নিছক একটি উস্কানিমূলক ঘটনা।
বৃহস্পতিবার ( ২৭ মার্চ) দুপুরে যশোরের একটি হোটেলে সংবাদ সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, দেশের সার্বভৌমত্বের স্বার্থে আমরা সেনাবাহিনীর পক্ষে, তবে যারা সেনাবাহিনীর ভেতরে ‘আয়না ঘর’ সৃষ্টি করেছিল, তাদের আমরা কখনো মেনে নেব না।
আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) যশোর জেলা শাখার উদ্যোগে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। যশোর শহরের জজকোর্ট সংলগ্ন হোটেলে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবি পার্টির জেলা আহ্বায়ক ও খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ ইয়ামিনুর রহমান। উপস্থিত ছিলেন জেলা শাখার যুগ্ম আহ্বায়ক ব্যারিস্টার মাহমুদ হাসানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সংবাদ সম্মেলনে প্রধান অতিথি প্রফেসর ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনার দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলেন। তিনি বলেন, ৫ আগস্ট পরবর্তী সময়ে জাতীয় সংসদের নির্বাচিত সংসদ সদস্যরা সবাই পালিয়ে গেছেন। বিগত সরকার নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছিল, তবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার রমজান মাসে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে সক্ষম হয়েছে।
তিনি আরও বলেন, শেখ হাসিনার বিচার না হলে জুলাই মাসের গণঅভ্যুত্থান ও ছাত্র-জনতার আন্দোলন বৃথা যাবে। তিনি যৌক্তিক সময়ের মধ্যে রাজনৈতিক সংস্কার সম্পন্ন করে একটি সুষ্ঠু নির্বাচনের আয়োজন করার আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে রাজনৈতিক নেতাদের নোংরা ভাষা পরিহার করে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানানো হয়।
খুলনা গেজেট/এএজে
The post শেখ হাসিনার বিচার না হলে জুলাই আন্দোলন বৃথা যাবে: এবি পার্টি appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.
ঠিকানা : গুলশান, ঢাকা, বাংলাদেশ || তথ্য, খবর ও বিজ্ঞাপন : +8809611719385 || ইমেইল : songbadpatra24@gmail.com
Visit : songbadpatra.com
All rights reserved © সংবাদপত্র-2024