অনলাইন ডেস্ক: ছেলেদের এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডে এরই মধ্যে একটি ম্যাচ খেলে ফেলেছে বাংলাদেশ।
গেল মঙ্গলবার (২৫ মার্চ) শিলংয়ে ভারতের বিপক্ষে আলোচিত ওই ম্যাচ গোলশূন্য ড্র হয়েছে। হামজা চৌধুরী-জামাল ভূঁইয়াদের ম্যাচের দুই দিন পর আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে মেয়েদের এশিয়ান কাপ বাছাইয়ের ড্র।
মালয়েশিয়ার কুয়ালালামপুরে এএফসির সদর দপ্তরে অনুষ্ঠিত নারী এশিয়ান কাপ বাছাইয়ের ড্রয়ে বাংলাদেশ পড়েছে ‘সি’ গ্রুপে। আফঈদাদের গ্রুপসঙ্গী হয়েছে মিয়ানমার, বাহরাইন ও তুর্কমেনিস্তান।
গ্রুপের তিন প্রতিপক্ষের মধ্যে কেবল তুর্কমেনিস্তান কাগজ-কলমে বাংলাদেশের চেয়ে দুর্বল। বাকি দুই দল মিয়ানমার ও বাহরাইন অনেকটা এগিয়ে। মিয়ানমার ও বাহরাইনকে পেছনে ফেলে বাংলাদেশের গ্রুপসেরা হওয়া কঠিনই।
এশিয়ার ৩৪টি দেশ ৮ গ্রুপে ভাগ হয়ে অংশ নেবে এই বাছাইয়ে। ৬ গ্রুপে আছে ৪টি করে দল, দুই গ্রুপে আছে ৫টি করে।
গ্রুপ চ্যাম্পিয়নরা চূড়ান্ত পর্বে যোগ দেবে। সরাসরি খেলবে চীন, দক্ষিণ কোরিয়া ও জাপান। বাছাই পর্বে বাংলাদেশ গ্রুপের খেলা হবে মিয়ানমারে। ২৩ জুন থেকে ৫ জুলাই হবে এএফসি এশিয়ান কাপের বাছাইপর্ব। চূড়ান্ত পর্ব ২০২৬ সালে অস্ট্রেলিয়ায়।
The post মেয়েদের এশিয়ান কাপ বাছাইয়ে সি’ গ্রুপে বাংলাদেশ appeared first on সোনালী সংবাদ.
ঠিকানা : গুলশান, ঢাকা, বাংলাদেশ || তথ্য, খবর ও বিজ্ঞাপন : +8809611719385 || ইমেইল : songbadpatra24@gmail.com
Visit : songbadpatra.com
All rights reserved © সংবাদপত্র-2024