
মান্দা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মান্দায় ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহায়তা থোক বরাদ্দ (বিবিজি) প্রকল্পের রাস্তা সিসিকরণ একটি কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে।
নিম্নমানের ইট ও বালু ব্যবহার করে প্রকল্পের অর্ধেক কাজ সম্পন্ন করেই বিল উত্তোলনের পাঁয়তারা করছেন বলে অভিযোগ উঠেছে নুরুল্লাবাদ ইউনিয়ন পরিষদের সদস্য জামাল হোসেনের বিরুদ্ধে। ঘটনার তদন্তসহ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে অভিযোগ দিয়েছেন কদমতলী গ্রামের বীর মুক্তিযোদ্ধা জায়দুর রহমান।
অভিযোগ সূত্রে জানা গেছে, নুরুল্লাবাদ ইউনিয়নের বিবিজি প্রথম কিস্তির খাত প্রকল্পে কদমতলী গ্রামে মুক্তিযোদ্ধা জায়দুর রহমানের বাড়ি থেকে আহাদ আলীর বাড়ি পর্যন্ত রাস্তা সিসিকরণ কাজের অনুমোদন দেয়া হয় গত বছরের ২৮ নভেম্বর উপজেলা বিজিসিসি কমিটির সভায়। ১৩২ ফুট দৈর্ঘ্য ও ৫ ফুট চওড়া ওই রাস্তার জন্য বরাদ্দ দেয়া হয় ১ লাখ টাকা। প্রকল্পটি বাস্তবায়নের জন্য দরপত্র আহবান করা হলে মেসার্স জিএস কন্সট্রাকশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান কাজটি প্রাপ্ত হন।
কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠান কাজটি নিজে না করে নুরুল্লাবাদ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড সদস্য জামাল হোসেনকে দিয়ে করিয়ে নেন। মুক্তিযোদ্ধা জায়দুর রহমান অভিযোগ করে বলেন, প্রকল্পের নির্ধারিত স্থানে কাজটি বাস্তবায়ন করা হয়নি। এছাড়া অত্যন্ত নিম্নমানের ইট ও বালু ব্যবহার করা হয়েছে। ১৩২ ফুট এর স্থানে কাজটি করা হয়েছে মাত্র ৫০ ফুট। অবশিষ্ট কাজ না করেই বিল উত্তোলনের পাঁয়তারা করছেন ইউপি সদস্য জামাল হোসেন।
বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহণের জন্য ইউএনওর কাছে অভিযোগ করা হয়েছে। অভিযোগ প্রসঙ্গে নুরুল্লাবাদ ইউনিয়ন পরিষদের সদস্য জামাল হোসেন বলেন, এসব প্রকল্পে কাজে ত্রুটি-বিচ্যুতি থাকবেই। মোবাইলে বেশি কথা বলা যাবে না। সাক্ষাতে কথা হবে বলে সংযোগ বিচ্ছিন্ন করে দেন। এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ আলম মিয়া বলেন, এ সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
The post মান্দায় বিবিজি প্রকল্প কাজে অনিয়মের অভিযোগ appeared first on সোনালী সংবাদ.