
স্টাফ রিপোর্টার: সারাদেশের মতো রাজশাহীতেও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্যাপন করা হয়।
সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বে-সরকারি ভবনসমূহে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় জাতীয় পতাকা উত্তোলন, জেলা পুলিশ লাইন্স মাঠে ৩১ বার তোপধ্বনি ও জেলা প্রশাসকের কার্যালয় চত্বরের শহিদ স্মৃতিফলকে পুষ্পস্তবক অপর্ণের মাধ্যমে ৫৫তম মহান স্বাধীনতা দিবসের কর্মসূচি শুরু হয়।
বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ সূর্যোদয়ের সাথে সাথে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরের শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর, সংস্থা, সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন আলাদাভাবে পুষ্পস্তবক অর্পণ করে শহিদদের শ্রদ্ধা জানান।
সকাল নয়টায় মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে বিভাগীয় কমিশনার আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন। পরে তিনি স্বাধীনতা দিবস উপলক্ষ্যে অনুষ্ঠিত কুচকাওয়াজ পরিদর্শন শেষে মার্চপাস্টে অংশগ্রহণ করেন।
জেলা প্রশাসক আফিয়া আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, আরএমপি’র কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান, পুলিশ সুপার ফারজানা ইসলাম উপস্থিত ছিলেন।
শেষে মার্চপাস্টে অংশগ্রহণকারীদের হাতে পুরস্কার তুলে দেন বিভাগীয় কমিশনার। পরে রাজশাহী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধাগণকে সংবর্ধনা প্রদান করা হয়। জেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার।
অনুষ্ঠানের শুরুতে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের ফুলেল শুভেচ্ছায় বরণ করা হয় এবং অতিথিবৃন্দ তাঁদের সাথে কুশল বিনিময় করেন। সংবর্ধনা অনুষ্ঠান শেষে ৫৬০ জন বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যের হাতে সম্মাননা ও তুলে দেয়া হয়।
রাজশাহী বিশ্ববিদ্যালয়
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, পুষ্পার্ঘ্য অর্পণ, আলোচনা সভা, শহিদ পরিবার ও বীর মুক্তিযোদ্ধাদের সাথে শুভেচ্ছা বিনিময়সহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এদিন ভোরে সূর্যোদয়ের সাথে সাথে শহিদ সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনসহ অন্যান্য ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে সকাল ৯টায় শহিদ মিনারে ও সকাল ১০টায় গণকবরে (বধ্যভূমিতে) পুষ্পার্ঘ্য অর্পণ করেন। এসময় উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব, উপ-উপাচার্যদ্বয়, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার, প্রক্টর, ছাত্র-উপদেষ্টা, জনসংযোগ দপ্তরের প্রশাসক, অনুষদ অধিকর্তা, হল প্রাধ্যক্ষ ও প্রশাসনের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ ছাড়াও সকাল সাড়ে ৯টায় প্রভাতফেরি শেষে হল, বিভাগ, ইনস্টিটিউট, শিক্ষক সমিতিসহ অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ থেকে শহিদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।
পরে বিকাল ৩টায় শহিদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে উপ-উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দীন খানের সভাপতিত্বে রাবির শীিদ পরিবার ও বীর মুক্তিযোদ্ধাদের সাথে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রামেবি
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (রামেবি) যথাযোগ্য মর্যাদায় ৫৫তম মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষ্যে এ দিন সকাল ৯টায় রামেবির অস্থায়ী কার্যালয়ে জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন রামেবির উপাচার্য প্রফেসর ডা. জাওয়াদুল হক।
এরপর উপাচার্য এর সভাপতিত্বে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় আরও বক্তব্য দেন, রামেবির কোষাধক্ষ ডা. জাকির হোসেন খোন্দকার, কলেজ পরিদর্শক প্রফেসর ডা. আব্দুস সালাম।
এসময় পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ডা. শাহ আলম, পরিচালক মুহাম্মদ ইব্রাহীম কবীর ও প্রকৌশলী সিরাজুম মুনীর, নির্বাহী প্রকৌশলী আবু মো. শফিউল আলম সহ রামেবির সকল কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।
শাপলা
বেসরকারী উন্নয়ন সংস্থা শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে র্যালি, পুষ্পস্তবক অর্পণ, আলোচনা ও দোয়ার আয়োজন করা হয়। সকাল ৯টায় শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার নির্বার্হী পরিচালকের নেতৃত্বে র্যালিসহ রাজশাহী কলেজ শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।
পাশাপাশি এমআরএ এর সনদপ্রাপ্ত বৃহত্তর রাজশাহীতে কর্মরত এমএফআইএর প্রতিনিধি সংস্থার সাথে সমন্বিতভাবে র্যালি ও রাজশাহী কলেজ প্রাঙ্গণে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে সকাল সাড়ে ১০টায় রাজশাহীস্থ বনলতা আবাসিকে সংস্থার প্রধান কার্যালয় কনফারেন্স হলে আলোচনা ও দোয়া করা হয়।
আলোচনা অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলওয়াত এর পর দিবস সম্পর্কিত আলোচনা করা হয়। সবশেষে দেশের স্বাধীকার আন্দোলনে আত্মহুতি প্রদানকৃত সকল শহিদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি সংস্থার প্রতিষ্ঠাতা মোহসিন আলী। অতিথি ছিলেন সহকারী পরিচালক মাহবুব হোসেন, জাহাঙ্গীর আলম ও হাসিবুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইনফরমেশন এন্ড রিসার্স অফিসার ইমরুল আসাদ।
নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি
দিবসের শুরুতে বুধবার ক্যাম্পাসে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর সকাল ১০ টায় আলোচনা সভা ও বাংলা বিভাগের শিক্ষার্থীদের সম্পাদনায় প্রকাশিত ‘ইচ্ছে’ পত্রিকার মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. বিধান চন্দ্র দাসের সভাপতিত্বে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মকসুদুর রহমান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলা ও বিজনেস স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর মোহাম্মদ আব্দুর রউফ ও রেজিস্ট্রার ড. আজিবার রহমান।
রাজশাহী কলেজ
দিবসটিকে যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে কলেজের প্রশাসন ভবন প্রাঙ্গণে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে বর্ণাঢ্য শোভাযাত্রা প্রশাসন ভবন থেকে শুরু হয়ে কলেজ ক্যাম্পাস প্রদক্ষিণ করে।
শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। কলেজ অডিটোরিয়ামে দিবসটি উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ প্রফেসর মুঃ যহুর আলী। বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অতঃপর বাংলা বিভাগের উদ্যোগে প্রকাশিত স্বাধীনতা দিবস-২০২৫ উপলক্ষ্যে সাহিত্য পত্রিকা ‘অনুভব-৪’-এর মোড়ক উন্মোচন করা হয়।
মহিলা কলেজ
দিবসটি উপলক্ষে কলেজের শহিদ মিনারে মহান মুুক্তিযুদ্ধের শহিদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। পরে দিবসটির তাৎপর্য সম্পর্কে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ সারওয়ার জাহান। অনুষ্ঠানের সমন্বয়ক ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. ইয়াসমীন আকতার সারমিন। শেষে কলেজে অনুষ্ঠিত বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
রাজশাহী শিক্ষা বোর্ড
যথাযথ মর্যাদা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড রাজশাহীতে পালন করা হয় ‘মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। রাজশাহী শিক্ষা বোর্ড চত্বরে জাতীয় পতাকা উত্তোলন, নিউ গভ. ডিগ্রি কলেজ, রাজশাহী’র শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।
এরপর স্বাধীনতা ও মহান মুক্তিযুদ্ধে সকল শহিদদের স্মরণে ১মিনিট নীরবতা পালন এবং তাঁদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। পরে রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আ. ন. ম. মোফাখখারুল ইসলাম অস্থায়ী কর্মচারীদের মাঝে ঈদ উপহার বিতরণ করেন।
জেলা পরিষদ
রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ের প্রাঙ্গণে শহিদ স্মৃতিস্তম্ভে প্রথম প্রহরে পুস্পস্তবক অর্পণ করেন রাজশাহী জেলা পরিষদ প্রশাসক ও অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মোহাম্মদ হাবিবুর রহমান ও রাজশাহী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মু: রেজা হাসান। পুস্পস্তবক অর্পণ শেষে সূর্যোদয়ের সাথে সাথে জেলা পরিষদের অফিস চত্বরে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মুঃ রেজা হাসান, সহকারী প্রকৌশলী একেএম আনোয়ার হোসেন, প্রধান সহকারী এসএম আল মতিন, হিসাব রক্ষক খ মু মোস্তাফিজুর রহমান, উপ সহকারী প্রকৌশলী আলেফ আলী, উচ্চমান সহকারী আইয়ুবুর রহমান-সহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
বিএমডিএ
শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে দিবসটি পালন করছে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের কর্মকর্তা কর্মচারীরা। বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান কার্যালয়সহ বিএমডিএর সকল দপ্তরে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন ও পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়।
মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষ্যে জাতির শ্রেষ্ঠ সন্তানদের জন্য বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের কেন্দ্রীয় জামে মসজিদে বাদ জোহর জাতির শান্তি, সমৃদ্ধ, দেশের উন্নয়ন ও অগ্রগতি কামনা করে দোয়া করেন বিএমডিএর কর্মকর্তা কর্মচারীগণ।
এসময় উপস্থিত ছিলেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী শিবির আহমেদ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী জিন্নুরাইন খান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী শমসের আলী, (রাজ-২০৮৮)সভাপতি মুজিবর রহমান, সাংগঠনিক সম্পাদক আপেল মাহমুদ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ দোয়ায় অংশগ্রহণ করেন।
রাকাব
দেশের জন্য আত্মোৎসর্গকারী সকল শহিদের প্রতি রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের পক্ষ থেকে জেলা প্রশাসন, রাজশাহী’র শহীদ স্মৃতি স্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেন প্রধান কার্যালয়ের প্রশাসন মহাবিভাগের মহাব্যবস্থাপক আতিকুল ইসলাম।
এসময় ব্যাংকের প্রধান কার্যালয়; প্রশিক্ষণ ইনস্টিটিউট; বিভাগীয় কার্যালয়, রাজশাহী; বিভাগীয় নিরীক্ষা কার্যালয়, রাজশাহী; এসইসিপি, রাজশাহী; স্থানীয় মুখ্য কার্যালয়, রাজশাহী এর কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও রাকাব অফিসার্স এসোসিয়েশন, রাকাব জাতীয়তাবাদী কর্মচারী পরিষদ এবং রাকাব এসইসিপি পৃথক পৃথক ভাবে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।
পুষ্পার্ঘ্য অর্পণ শেষে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সকল শহিদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।
সড়ক ও জনপথ
যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করেছে রাজশাহী সড়ক ও জনপথ অধিদপ্তর। জেলা প্রশাসকের কার্যালয়ের প্রাঙ্গণে শহিদ স্মৃতিস্তম্ভে প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণ করেন রাজশাহী অতিরিক্ত প্রধান প্রকৌশলী ড. আব্দুল্লাহ আল মামুন, এনডিসি।
এসময় উপস্থিত ছিলেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী হাফিজুর রহমান, নির্বাহী প্রকৌশলী সানজিদা আফরীন ঝিনুক, নির্বাহী প্রকৌশলী আশিকুল ইসলাম-সহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
ওয়াসা
যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করেছে রাজশাহী ওয়াসা। জেলা প্রশাসকের কার্যালয়ের প্রাঙ্গণে শহীদ স্মৃতিস্তম্ভে প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণ করেন রাজশাহী ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) রেজাউল আলম সরকার। এসময় উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক (প্রকৌশল) আল্লা হাফিজ, সচিব সূবর্ণা রাণী সাহা, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তৌহিদুর রহমান ও এস্টেট অফিসার আবুল কালাম আজাদ-সহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
The post রাজশাহীতে ৫৫তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্যাপিত appeared first on সোনালী সংবাদ.