
মানবসভ্যতার এক হৃদয়স্পর্শী সংযোজনের নাম উৎসব। ইহা কখনো ধর্মীয়, কখনো জাতিগত কিংবা সাংস্কৃতিক হইয়া থাকে। এই উৎসবের সহিত জড়াইয়া থাকে মানুষের আবেগ, আনন্দ ও জনগোষ্ঠীর মধ্যে সম্প্রতি। বিশেষ করিয়া প্রতিটি ধর্মীয় উৎসবে মানুষ যাহার পর নাই আনন্দে মাতিয়া উঠে। এক ধর্মের মানুষ আরেক ধর্মের মানুষকে অভ্যর্থনা, আপ্যায়ন করিয়া থাকে। নতুন পোশাক, নতুন স্থান পরিদর্শন উৎসবে মানুষ খুবই পছন্দ করে। আধুনিক কালে উৎসবকে… বিস্তারিত