
সাত ধরনের মুসলমানের জন্য রমজানে রোজা না রাখা বৈধ। ১. অসুস্থ, ২. দূরে ভ্রমণকারী, ৩. ঋতুবতী বা প্রসূতি নারী, ৪. বার্ধক্য আক্রান্ত ব্যক্তি, ৫. গর্ভবতী ও স্তন্যদানকারী নারী, ৭. বিপদাপন্নকে বাঁচাতে গিয়ে রোজা ভাঙতে যিনি বাধ্য হয়েছেন, এবং ৭. যিনি ইসলামের শত্রুদের বিরুদ্ধে আল্লাহর পথে জিহাদে নিয়োজিত।