
বাংলাদেশের বিপক্ষে ম্যাচ ড্র করে ভারতীয় স্প্যানিশ কোচ খেলা শেষে বলেছিলেন, ‘আমরা সব মিলিয়ে অনটার্গেটে মাত্র দুইটা শট করতে পেরেছিলাম। ফিফার ১৮৫ নম্বর র্যাংকিংয়ে থাকা দেশটি যেভাবে আমাদের ওপর চড়াও হয়ে খেলেছে এবং যেভাবে গোলের সুযোগ তৈরি করেছে, তাতে বলতে হয় খেলার ইতিবাচত দিক হচ্ছে আমরা একটা গোলও খাইনি।’
ভারতীয় ফুটবল গেল কয়েক মাস ধরেই খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। তবে জামালদের বিপক্ষে… বিস্তারিত