
গরমের প্রকোপ বাড়তে শুরু করেছে। সেই সঙ্গে বিব্রতকর ঘামের গন্ধও সঙ্গী হতে চলেছে। সুগন্ধি ব্যবহার করলেও দেখা যায় কিছুক্ষণের মধ্যেই সেটি বামালুম গায়েব হয়ে গেছে। আমাদের ব্যবহারের ভুলে কিছুক্ষণের মধ্যেই হারিয়ে যায় সুগন্ধির সৌরভ। আবার পোশাকও নষ্ট হয়ে যায় ভুলভাবে ব্যবহারের কারণে। সুগন্ধির সৌরভ ধরে রাখার বেশ কিছু কৌশল রয়েছে। আবার যেহেতু ব্যক্তিত্বকেও প্রকাশ করে সুগন্ধি, ফলে উপলক্ষ ভেদে সুগন্ধির ধরন… বিস্তারিত