
উপদেষ্টা, বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের অর্থায়নে এ কর্মসূচি পালন করা হয়। উপহার পেয়ে খুশি পরিবারগুলো। হামিদুর ইসলাম নামের একজন বলেন, ‘আপনারা আমার অনেক উপকার করলেন। আমার বাড়িতে আজকের বাজার নাই, দিন আনি দিন খাই, ঈদের বাজার পামু কই। আল্লাহ আপনাদের ভালো করুক। আপনাদের অসিলায় ঈদের দিন ভালো খেতে পারব।’