
শিক্ষা মন্ত্রণালয়ের অনুরোধে শুক্রবার (২৮ মার্চ) সোনালী, জনতা, অগ্রণী ও রূপালী ব্যাংক খোলা রাখা হয়েছে। এ চারটি ব্যাংকের সংশ্লিষ্ট শাখায় আজ গ্রাহকের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে। এতে ভোগান্তিতে পড়তে হয়েছে গ্রাহকদের। হিমশিম খেতে হচ্ছে উক্ত শাখার কমকর্তাদেরও।
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক–কর্মচারীদের বেতন তোলার সুবিধার জন্য শুক্রবার সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত সব শাখা খোলা থাকবে। অফিস চলবে ৩টা পর্যন্ত। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা ব্যাংকগুলোতে পাঠানো হয়।
এরই পরিপ্রেক্ষিতে আজ ব্যাংকের সংশ্লিষ্ট শাখা গুলোতে উপচেপড়া ভিড় দেখা যায়। এদিকে শহরের ভিতরে মাত্র বয়রা শাখা থেকে টাকা উত্তোলন করতে পারায় এই শাখায় গ্রাহকদের ভিড় দেখা যায়। ছুটির দিনে গ্রাহকদের ভিড় ও কাজ হিমশিম খেতে হচ্ছে উক্ত শাখার কর্মকর্তাদের।
দৌলতপুর থেকে আসা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক আবু হানিফ জানান, নানান জটিলতার জন্য আমাদের একাউন্টে টাকা ঢুকেছে কালকে বিকালে। রোজার শেষ সময় আর তখন ব্যাংকও বন্ধ হয়ে গিয়েছিলো তাই যখন শুনলাম আজকে ব্যাংক খোলা থাকবে তখন একটু স্বস্তির নিঃশ্বাস ফেলছিলাম। কিন্তু সকাল সকাল টাকা তুলে বাসায় ফিরব বলে এসেছিলাম। এসে দেখি এখানে অনেক ভিড়। লাইনে দাড়িয়ে আছি।
উল্লেখ্য, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ব্যাংক হিসাবে ইএফটিএন পদ্ধতিতে বেতন–ভাতা চালু করতে গিয়ে বিভিন্ন জটিলতা তৈরি হয়েছে। বিভিন্ন ডিজিট ভুলের কারণে গত ডিসেম্বর থেকে অনেকের বেতন-ভাতা আটকে ছিল। জটিলতা নিরসন করে আজ বৃহস্পতিবার অনেকেই বেতন পেয়েছেন। ঈদের আগে গতকাল ছিল শেষ লেনদেন। এদিন শেষ মুহূর্তে অনেকের অ্যাকাউন্টে বেতন যাওয়ায় অনেকে টাকা তুলতে পারেননি। এদিকে শুক্রবার থেকে টানা ৯ দিন ছুটি থাকবে। যে কারণে শিক্ষা মন্ত্রণালয়ের অনুরোধে বাংলাদেশ ব্যাংক এ নির্দেশনা দিয়েছে।
সার্কুলারে বলা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের অনুরোধে ২৮ মার্চ শুক্রবার ছুটির দিন সোনালী, জনতা, অগ্রণী ও রূপালী ব্যাংকের সংশ্লিষ্ট শাখা খোলা রাখতে হবে। এদিন সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত লেনদেন হবে। আর খোলা থাকবে ৩টা পর্যন্ত।
এর মধ্যে দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত জুমাতুল বিদার বিরতি থাকবে। ছুটির দিনে দায়িত্ব পালনকারী কর্মকর্তা-কর্মচারীদের বিধি অনুযায়ী ভাতা দিতে বলা হয়েছে।
খুলনা গেজেট/এজে/এনএম
The post ছুটির দিনে ব্যাংকে উপচেপড়া ভিড় গ্রাহকদের appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.