
অনলাইন নিউজ ডেস্ক:

ব্যাংককে বিমসটেকের শীর্ষ সম্মেলনে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দ্বিপক্ষীয় বৈঠক হচ্ছে না।
সম্মেলনের ফাঁকে নরেন্দ্র মোদি শুধুমাত্র থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন শিনাওয়াত্রার সঙ্গে বৈঠক করবেন। শুক্রবার (২৮ মার্চ) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
বিমসটেকের সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে মোদির দ্বিপক্ষীয় বৈঠকের জন্য দিল্লিকে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানিয়েছিল ঢাকা।
শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেয়া বিবৃতি জানানো হয়, বিমসটেকের বৈঠকে যোগ দিতে নরেন্দ্র মোদি থাইল্যান্ড যাবেন ৩ এপ্রিল। পরের দিন ব্যাংকক থেকে চলে যাবেন শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয়। শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনূঢ়া কুমারা দিশানায়কের আমন্ত্রণে মোদি সে দেশ সফর করবেন ৪ থেকে ৬ এপ্রিল।
The post বিমসটেকের শীর্ষ সম্মেলন :ইউনূস–মোদি দ্বিপক্ষীয় বৈঠক হচ্ছে না- ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় appeared first on Amader Barisal – First online Newspaper of Greater Barisal – Stay with Barisal 24×7.