
ঈদ আসতে না আসতেই নতুন পোশাকে কেনাকাটায় ব্যস্ত হয়ে পড়েন সবাই। চকচকে নতুন পোশাক হাতে পেলেই তা পরার আগ্রহ থাকে তুঙ্গে। তবে প্রশ্ন হলো নতুন পোশাক পরার আগে ধোয়া উচিত কি না?
অনেকেই মনে করেন, নতুন পোশাক ধুলে পোশাকের নতুনত্ব কমে যাবে। কিন্তু বিশেষজ্ঞদের মতে, স্বাস্থ্যঝুঁকি এড়াতে নতুন পোশাক ধোয়া অত্যন্ত জরুরি। কেননা একটা পোশাক আমাদের হাতে পৌঁছনের আগে অনেকগুলো হাত ঘুরে আসে। কাপড় তৈরি করা থেকে… বিস্তারিত