
কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের পরিবারের প্রতি সম্মান জানিয়েছেন পুলিশের ইন্সপেক্টর জেনারেল। তার পক্ষ থেকে ঈদুল ফিতর উপলক্ষে শুক্রবার শুভেচ্ছা উপহার সামগ্রী প্রদান করা হয়েছে। যশোর পুলিশ সুপারের কার্যালয়ে নিহত পুলিশ সদস্যদের পরিবারের হাতে এ উপহার তুলে দেন এসপি রওনক জাহান।
এ সময় পুলিশ সুপার নিহত পুলিশ সদস্যদের পরিবারের খোঁজ-খবর নেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন। তিনি বলেন, বাংলাদেশ পুলিশের প্রতিটি সদস্য দেশ ও জনগণের সুরক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী বীর সদস্যদের পরিবারের প্রতি আমাদের দায়িত্ব রয়েছে, যা আমরা সর্বদা পালন করবো।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নূর-ই-আলম সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) রুহুল আমিনসহ জেলা পুলিশের উধ্বতন কর্মকর্তারা।
The post জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের পরিবারের মাঝে পুলিশের ঈদ উপহার appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.