

নিজস্ব প্রতিবেদকঃ বরিশালের হিজলা উপজেলার মেঘনা নদীর মাছ ঘাট থেকে ১৮ মণ জাটকা মাছ জব্দ করা হয়েছে। সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা নদীর অভয়াশ্রমে নিষিদ্ধ সময়ে মাছগুলো ধরায় এ অভিযান চালিয়ে তা জব্দ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইলিয়াস সিকদার ও সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোহাম্মদ আলমের যৌথ ভাবে এ অভিযান পরিচালন করেন।তথ্যের সত্যতা নিশ্চিত করে হিজলা উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম জানিয়েছেন, জব্দকৃত মাছ ১৭টি এতিমখানা ও মাদ্রাসা সহ দুঃস্থদের মধ্যে বিতরণ করা হয়েছে।অভিযানে হিজলা থানা পুলিশ সহোযোগিতা করেন।
The post হিজলায় মাছের ঘাট থেকে ১৮ মন জাটকা জব্দ appeared first on Amader Barisal – First online Newspaper of Greater Barisal – Stay with Barisal 24×7.