
অপেক্ষার দীপ টিমটিম করে, হারানো সময় হাসে
ভালোবাসার আকাশ আজ শূন্য, তারার চোখও ঝরে
সন্ত্রাসী বাতাস ছুটে আসে, সুখের ঘরও পড়ে
স্বপ্নবালুচর ভেসে যায়, বিশ্বাস থাকে না চিরকাল
মায়াসেতু দুলতেই থাকে, ভাঙনের সুর দেয় ছন্দকাল
পৃথিবীর মঞ্চে সবাই অতিথি, কাঁদে আর হাসে অভিনয়ে
সময়ঝড়ে ভাসিয়ে নেয় সব, সত্য তবু রয়ে যায় জয়ে
সুখপ্রতিমা মানুষ গড়ে, শেষমেশ ধূলায় মেশে
শেষ বিদায়ের রথে চড়লে, কেউ কি আর ফিরে আসে?