
সাতক্ষীরা সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান ৯ দিনে ৩৫ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি সদস্যরা। গত ২০ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধীনস্থ পদ্মশাখরা, ভোমরা, গাজীপুর, ঘোনা, বৈকারী, কালিয়ানী, কুশখালী, তলুইগাছা, কাকডাংগা, মাদরা, হিজলদী, চান্দুরিয়া, সুলতানপুর বিওপি ও বাকাল চেকপোষ্ট এবং ঝাউডাংগা বিশেষ ক্যাম্প এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে এসব ভারতীয় মালামাল জব্দ করে।
বিজিবি সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের দায়িত্বাধীন সাতক্ষীরা ও কলারোয়া সীমান্ত এলাকার বিভিন্ন স্থানে গত ২০ মার্চ হতে ২৮ মার্চ পর্যন্ত পৃথক চোরাচালানী বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযান পরিচালনা করে ২ লাখ ৭৮ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ী, ২২ লাখ ৫৫ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ, ১ লাখ ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় বোরকা, ১ লাখ ২৪ হাজার টাকা মূল্যের মোটর সাইকেল , ২৬ হাজার টাকা মূল্যের ভারতীয় চকলেট, ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় পলিব্যাগ, ১৪ হাজার ৮২০ টাকার ইমিটেশনের গহনা এবং ১ লাখ ৪৭ হাজার টাকা মূল্যের ভারতীয় কেসিনো গেমস গুটি ও ৪ লাখ ৫২ হাজার টাকার ভারতীয় রেনু পোনাসহ অন্যান্য মালামাল জব্দ করা হয়।
সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক ও পরিচালক লেঃ কর্নেল মো. আশরাফুল হক, পিবিজিএম, পিএসসি, জি স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করে বলা হয়, চোরাকারবারী কর্তৃক বর্ণিত মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় জব্দ করা হয়। এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের কারণে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্থ হওয়ার পাশাপাশি দেশ
উল্লেখযোগ্য পরিামন রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে। বিজিবি টহলদল কর্তৃক জব্দকৃত ভারতীয় মালামাল যথাযথ কার্যক্রম সম্পন্ন করতঃ সাতক্ষীরা কাস্টমস এ জমা করা হয়েছে।
খুলনা গেজেট/এএজে
The post সীমান্তে বিজিবি’র অভিযানে ৯দিনে ৩৫ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.