নগর প্রতিনিধি:
গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা তৈরীতে প্রচার-প্রচারণা কার্যক্রম পরিচালনায় স্থানীয় অংশীজনদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩০ সেপ্টেম্বর) বরিশাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
স্থানীয় সরকার উপ-পরিচালক গৌতম বাড়ৈ’র সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন জেলা অতিরিক্ত পুলিশ সুপার রেজওয়ান আহমেদ, যুব উন্নয়ন অদিদপ্তরের উপ পরিচালক মোঃ শামীম চৌধুরী ও সমাজসেবার উপ পরিচালক একেএম আখতারুজ্জামানসহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধি, ক্যাবল অপারেটর প্রতিনিধি, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধি, জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ।
সভা সঞ্চালনা করেন স্থানীয় সরকার শাখার সহকারী পরিচালক মোঃ মারজানুর রহমান। গ্রাম আদালতের বরিশাল জেলার অগ্রগতি উপস্থাপন করেন প্রকল্পের জেলা সমন্বয়ক কমল ব্যনার্জী। সভায় গ্রাম আদালত আইন ২০০৬ ও সংশোধিত আইন ২০১৩ ও ২০২৪ এর আলোকে প্রান্তিক পর্যায়ে জনগণকে ইউনিয়ন পরিষদের মাধ্যমে গ্রাম আদালত সম্পর্কে সচেতনতা প্রদান করার কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় উপস্থিত অংশগ্রহণকারীগণ তাদের নিজ নিজ প্রতিষ্ঠানের বাস্তবায়নাধীন বিভিন্ন কর্মসূচী বাস্তবায়নের সময় অংশগ্রহণকারী বা সুবিধাভোগীদের মাঝে কিভাবে গ্রাম আদালত সম্পর্কে ব্যপক সচেতনতা তৈরী করা যায় তা তুলে ধরেন।
The post গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা তৈরীতে পরিচালনা সভা appeared first on Amader Barisal - First online Newspaper of Greater Barisal - Stay with Barisal 24x7.
ঠিকানা : গুলশান, ঢাকা, বাংলাদেশ || তথ্য, খবর ও বিজ্ঞাপন : +8809611719385 || ইমেইল : songbadpatra24@gmail.com
Visit : songbadpatra.com
All rights reserved © সংবাদপত্র-2024